প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

করোনায় অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স অনলাইনে

এই বছর অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স – ডব্লিউডব্লিউডিসি ২০২০ সম্পূর্ন অনলাইনে অনুষ্ঠিত হবে। মহামারী করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কনফারেন্সটি অনলাইনে করবে অ্যাপল।

অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেন,

বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় আমরা কনফারেন্সটি নতুন ফর্ম্যাট এ করব। মূল বক্তব্য এবং সেশন সহ সম্পূর্ণ কনফারেন্স অনলাইনে অনুষ্ঠিত হবে।

২০১৭ সাল থেকে এই কনফারেন্সটি সান জোস এর ম্যাকইনেরী কনভেনশন সেন্টারে করে আসছে অ্যাপল। এ বছর প্রোগ্রামটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় সেখানের আয় কমে যাবে। আর্থিক ক্ষতি এড়াতে সান জোস এ ৮.৪৩ কোটি টাকা অনুদান দিবে অ্যাপল।

প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথমার্ধে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স আয়োজন করে অ্যাপল। এই বছর এর কনফারেন্স এর তারিখ এখনও ঘোষনা করেনি প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।