মি ব্যান্ড ৫ পাঞ্চ হোল ডিসপ্লে
সম্প্রতি শাওমির ওয়্যারেবল পন্য মি ব্যান্ড ৫ এর একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে দেখা গেছে। ধারনা করা হচ্ছে এটিই মি ব্যান্ড ৫ এর সত্যিকারের ছবি।
মি ব্যান্ড ৫ শাওমি ও শাওমির সাব ব্র্যান্ড হুয়ামির যৌথ উদ্দ্যোগে তৈরি হচ্ছে। এবছর ডিভাইসটি উন্মোচন করা হবে বলে দুই সপ্তাহ আগে নির্মাতা প্রতিষ্ঠান হুয়ামি অফিসিয়ালি ঘোষনা করে।
ব্যান্ড সিরিজের পূর্বের ডিভাইসগুলোর তুলনায় আমূল পরিবর্তন আসতে পারে নতুন মি ব্যান্ড ৫ এ। ছবিতে দেখা যায়, পূর্বের ডিভাইসগুলোতে যেখানে চৌকোনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেখানে নতুনটিতে ডিম্বাকৃতির ডিসপ্লে রয়েছে।
ছবিতে দেখা যায় এর ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল রয়েছে। ধারনা করা হচ্ছে এই পাঞ্চ হোলটি ক্যামেরার জন্য ব্যবহৃত হবে। স্ট্র্যাপের রঙে ধূসর দেখা গেছে ছবিটিতে।
শাওমির এই নতুন ব্যান্ডটির সম্পূর্ন বিবরন জানতে অফিসিয়াল ঘোষোনার অপেক্ষা করতে হবে। মি ব্যান্ড ৫ সম্পর্কিত আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।