অ্যাপলে ফেস আইডি ও টাচ আইডি গুগল ড্রাইভে
অ্যাপল প্লাটফর্মে ফেস আইডি এবং টাচ আইডি সুরক্ষা ফিচার নিয়ে এসেছে গুগল ড্রাইভ। সংগৃহিত তথ্যের নিরাপত্তা বৃদ্ধিতে গুগল ড্রাইভ এই নতুন ফিচার যুক্ত করেছে।
কেউ আপনার ডিভাইসের গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি খুলার চেষ্টা করলে এই ফিচারের কারনে তখন অথেন্টিকেশন এর জন্য তাকে ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে।
যেহেতু ফেস আইডি ও টাচ আইডি সম্পূর্নরুপে আপনার উপর নির্ভরশীল তাই আপনাকে ছাড়া কোনভাবেই গুগল ড্রাইভ অ্যাপ খোলা যাবে না। এতে করে সংবেদনশীল ও ব্যক্তিগত ফাইলগুলি সুরক্ষিত অবস্থায় সংগ্রহ করা যাবে।
গুগল ড্রাইভ অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করার পর পুনরায় আবার ড্রাইভে ফিরে আসলে ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে। তবে এটি কাস্টমাইজ করা যাবে। অর্থাৎ ১০ সেকেন্ড, ১ মিনিট বা ১০ মিনিট সময়ের মধ্যে অন্য অ্যাপ ব্যবহার শেষে ড্রাইভ এ ঢুকলে সে ক্ষেত্রে আর ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে না।