মাইক্রোসফট টিমে অংশগ্রহণকারী ২৫০ জনে বৃদ্ধি
ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম মাইক্রোসফট টিমে একসাথে যুক্ত হওয়ার ক্ষমতা ২৫০ জন পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। মাইক্রোসফট ওয়েবসাইটের রোডম্যাপ বিভাগে দেখা গেছে টিমে ২৫০ জন যুক্ত হওয়ার ফিচারটি ডেভেলপিং পর্যায়ে আছে।
মাইক্রোসফট টিমের পেইড ভার্সনে বর্তমানে ১০০ জন পর্যন্ত একসাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারে। প্লাটফর্মটির ফ্রি ভার্সনে যুক্ত হতে পারে সর্বোচ্চ ২০ জন। যা বর্তমান প্রেক্ষাপটে চাহিদার তুলনায় কম।
করোনাভাইরাস এর সংক্রমন মোকাবেলায় সব প্রতিষ্ঠানই তাদের কর্মীদের ঘরে বসে কাজ করার জন্য উৎসাহিত করে আসছে। এর ফলে বেড়েছে অনলাইনে ভিডিও কনফারেন্সের ব্যবহার।
কিন্তু ভিডিও কনফারেন্সিং প্লাটফর্মগুলোতে সীমিত সংখ্যক অংশগ্রহনকারী যুক্ত হতে পারায় বড় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাড়িয়েছে। এই সমস্যা দূরীকরনে মূলত মাইক্রোসফট তাদের প্লাটফর্মে এই পরিবর্তন আনছে।
মহামারীর এ সময়ে মাইক্রোসফট টিম এর ব্যবহারকারীর সংখ্যা ৭.৫ কোটি ছাড়িয়েছে বলছে মাইক্রোসফট। দিন দিন তা আরও বৃদ্ধি পাচ্ছে। শীঘ্রই সব ব্যবহারকারীই টিম এর নতুন আপডেটটি উপভোগ করতে পারবেন।