প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

সীমিত পরিসরে খুলছে গুগল’র অফিস

নির্দিষ্ট সংখ্যক কর্মচারী নিয়ে সীমিত পরিসরে জুলাই থেকে পুনরায় খুলছে গুগল এর অফিস।

এক ব্লগ পোস্টে, মঙ্গলবার, সিইও সুন্দর পিচাই জানান,

যারা কাজে আসবে তারা ঘূর্ণন ভিত্তিতে কাজ করবে। প্রতি সপ্তাহে একদিন।

ঘরে বসে অফিসের কার্যক্রম আরও সহজ করার জন্য কর্মীদের অফিস সরঞ্জামগুলির জন্য এক হাজার ডলার উপবৃত্তি দিচ্ছে গুগল।

গুগল সেপ্টেম্বর নাগাদ এর অফিসে প্রায় ৩০ শতাংশ কর্মীদের কাজে ফিরাতে পারে। অফিসে যাদের যেতে হবে তাদের ১০ জুনের মধ্যে অবহিত করা হবে।

মহামারীর প্রকোপ দূরীভূত হওয়ার পরেও দূরবর্তী কাজকে আরও সহজতর করার চিন্তা করছে গুগল। দূরবর্তী কাজের সাথে গুগল আগে থেকেই পরিচিত, কারন আমাদের বিশ্বব্যাপী এর অনেকগুলো অফিস রয়েছে, বলে জানান সিইও সুন্দর পিচাই।

টুইটার এবং স্কোয়ারও ইতোমধ্যে অনুরূপ নীতিমালা ঘোষণা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।