গান সংরক্ষনে কোনো লিমিট থাকছে না স্পটিফাইয়ে
স্পটিফাই এর ব্যক্তিগত লাইব্রেরিতে গান সংরক্ষন এর কোনো লিমিট থাকছে না। ব্যবহারকারীরা তাদের ইচ্ছে অনুযায়ী যে কোন সংখ্যক গান তার ব্যক্তিগত লাইব্রেরিতে সংরক্ষন করতে পারবেন। এর আগে সর্বোচ্চ ১০,০০০ গান সংরক্ষন করতে পারতেন ব্যবহারকারীরা।
প্রায় ৫ কোটি গান ব্যবহারকারীরা যেকোন সময় স্পোটিফাইয়ে স্ট্রিম করতে পারেন। তবে এর জন্য ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হয়। ৫ কোটি গানের বিপরীতে মাত্র ১০,০০০ গান অফলাইনে শোনার জন্য তাদের লাইব্রেরিতে সংরক্ষন করতে পারতেন।
শুধুমাত্র স্পটিফাই লাইব্রেরিতে নতুন এই ফিচার এর মাধ্যমে গান সংরক্ষণ করার করা যাবে। পৃথক প্লে লিস্টগুলো এখনও ১০,০০০ গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ব্যবহারকারীরা তাদের পাঁচটি পৃথক ডিভাইসে অফলাইনে শোনার জন্য ১০,০০০ গান ডাউনলোড করতে পারবেন।
স্পটিফাইয়ের নতুন এই ফিচারটি এখনও পুরোপুরি চালু হয় নি। পুরোপুরিভাবে পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে।