মি ব্যান্ড ৫ আসছে ১১ জুন
আগামী ১১ ই জুন ফিটনেস ট্র্যাকার মি ব্যান্ড ৫ উন্মোচন করবে শাওমি। চীনা সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম উইবোতে উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
রক্তে অক্সিজেনের স্যাচুরেশন পরিমাপ করতে এসপিও২ সেন্সর ব্যবহার করা হতে পারে মি ব্যান্ড ৫ এ। স্মার্ট ব্যান্ডটি এনএফসি এবং অ্যামাজন অ্যালেক্সা সমর্থন করবে বলেও শোনা গেছে।
এছাড়া মি ব্যান্ড ৫ এ পারসোনাল অ্যাক্টিভিটি ইন্টিলিজেন্স (পিএআই) ফাংশন থাকতে পারে। এর সাহায্যে সুস্থ থাকতে ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত ক্রিয়াকলাপ সম্পর্কে অবহিত করতে হার্ট রেট ডেটা ব্যবহার করা হবে। ‘প্লাগ-ইন’ ডিজাইনের নতুন বৈশিষ্ট্যর চার্জার থাকতে পারে মি ব্যান্ড ৫ এ বলে জানা গেছে।
মি ব্যান্ড ৫ এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনও প্রকাশ করেনি শাওমি। এর জন্য ব্যবহারকারীদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।