প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

বিলম্ব হবে টিএসএমসির ৩ ন্যানোমিটার চিপ তৈরিতে

টিএসএমসির ৩ ন্যানোমিটার চিপ সহসাই বাজারে আসছে না। প্রতিষ্ঠানটির ৩ ন্যানোমিটার চিপ তৈরি প্রক্রিয়াটির ট্রায়াল পর্ব আরও বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে, জানিয়েছে টিএসএমসি।

করোনাভাইরাস এর প্রভাবে বিশ্বজুড়ে গুরুতরভাবে সরবরাহ এবং এর চেইন ব্যাহত হয়েছে। বেশিরভাগ দেশ তাদের কর্মীদের চলাচল সীমিত করেছে অথবা বন্ধ রেখেছে। এর ফলে বিলম্বিত হচ্ছে উত্পাদন। এই প্রভাবের বাইরে নয় জনপ্রিয় তাইওয়ান চিপমেকার প্রতিষ্ঠান টিএসএমসি।

বিভিন্ন প্রতিবেদন থেকে বলা যায় নতুন প্রক্রিয়াটির পরীক্ষামূলক কার্যক্রম বিলম্ব করতে বাধ্য হয়েছে টিএসএমসি। মূল সময়সূচী ছিল এই বছরের জুনে। এটি এই বছরের অক্টোবরে যেতে পারে। এমনকি এই প্রক্রিয়া আগামী বছরের প্রথম কোয়ার্টারেও সম্পন্ন হতে পারে।

আগামী ২০২২ সালে ব্যাপক হারে ৩ ন্যানোমিটার চিপ সরবরাহের চিন্তা করছে টিএসএমসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।