প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

মিজিয়া’কে শাওমি স্মার্ট লাইফ ঘোষনা শাওমির

শাওমির সাব ব্র্যান্ড মিজিয়ার নাম পরিবর্তন করে শাওমি স্মার্ট লাইফ ঘোষনা করা হয়েছে। সামাজিক যোগাযোগের চীনা অনলাইন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন নাম প্রকাশ করেছে শাওমি।

স্মার্ট কনজিউমার ইলেকট্রনিক্স সলিউশন দিয়ে আসছে মিজিয়া ব্র্যান্ডটি। এখন থেকে নতুন নাম শাওমি স্মার্ট লাইফ এ পরিচিত হবে এটি।  ব্র্যান্ডটির লোগো একই থাকবে। আপাতত নামের বাইরে আর কোনও পরিবর্তন হচ্ছে না জানায় শাওমি।

ব্র্যান্ড এর নাম পরিবর্তনে মিজিয়া নামে বিক্রি হওয়া ডিভাইসগুলোর কোনও পরিবর্তন হবে না। প্রোডাক্ট কনসেপ্ট এবং ডিভাইস লাইন সবই একই থাকবে।

সম্প্রতি মিজিয়া ইলেকট্রিক কেটলি, ইঙ্কজেট প্রিন্টিং মেশিন, মিনি ওয়াশিং মেশিন সহ অনেক নতুন পন্য বাজারে এনেছে। তবে ধারনা করা হচ্ছে যে শাওমি শীঘ্রই নতুন নামের পক্ষে পুরানো ব্র্যান্ডটি পুরোপুরি ভাবে ত্যাগ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।