ম্যাকবুকে র্যাম আপগ্রেড খরচ দ্বিগুণ করেছে অ্যাপল
এন্ট্রি লেভেল ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোতে র্যাম আপগ্রেড এর খরচ বাড়িয়ে দ্বিগুণ করেছে অ্যাপল। এই এন্ট্রি লেভেল ম্যাকবুক প্রোটি এক মাসেরও কম আগে উন্মোচিত হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারনে সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বজুড়ে সরবরাহের চেইন ব্যাহত হয়েছে। তাই দাম সংশোধন করতেই দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। অ্যাপল বলছে, নতুন দাম কার্যকর হওয়ার পূর্বে যারা র্যাম আপগ্রেড করার জন্য মূল্য পরিশোধ করেছেন তাদের জন্য পূর্বের মূল্য বহাল থাকবে।
৮ জিবি র্যাম থেকে ১৬ জিবি র্যাম এ আপগ্রেড করতে এখন ১৭,০০০ টাকা প্রয়োজন হবে। এটি আইম্যাক এবং ম্যাকবুক এয়ার সহ অন্যান্য ম্যাকগুলোর জন্য প্রযোজ্য। পূর্বে এই খরচ ছিল ৮,৫০০ টাকা।
এন্ট্রি লেভেল ম্যাকবুক প্রো এর ডিজাইন মূলত আগের মতই রয়েছে।এটিতে পূর্ববর্তী মডেলগুলোর ম্যালিনাইড প্রজাপতি কী এর পরিবর্তে অ্যাপলের ম্যাজিক কীবোর্ড দেওয়া হয়েছে।
র্যাম আপগ্রেড করার খরচ বৃদ্ধি করায় এটির বিক্রি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে অ্যাপল এর মতে এই দাম বৃদ্ধি বর্মান পরিস্থিতিতে দাম সংশোধন করবে।