প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

প্লেস্টেশন ৫ অনলাইন স্ট্রিম ইভেন্ট স্থগিত সনি’র

প্লেস্টেশন ৫ কনসোলের জন্য তৈরি গেমস উন্মোচনের অনলাইন স্ট্রিম ইভেন্টটি স্থগিত করেছে সনি। সোমবার প্লেস্টেশন টিম এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

আগামী বৃহস্পতিবার পিএস ৫ গেমের ডিজিটাল উন্মোচনের কথা ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলিতে ক্রমবর্ধমান অস্থিরতার জন্য জাপান ভিত্তিক প্রতিষ্ঠান সনি অনলাইন ইভেনন্টটি স্থগিত করে। নতুন তারিখ প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

প্লেস্টেশন টিম টুইট বার্তায় জানায়,

বিশ্বজুড়ে গেমাররা পিএস ৫ এর নতুন গেমস দেখতে আগ্রহী আমরা বুঝি। তবে এখন নতুন গেমস উদযাপনের সময় না। তাই আপাতত আমরা এই ইভেনন্টটি থেকে সড়ে আসছি।

ভিডিওতে ধারন করা ৪৬ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান এক ব্যাক্তি জর্জ ফ্লয়েডকে পুলিশি হত্যার একটি ঘটনার প্রতিক্রিয়ায় ক্রমবর্ধমান সহিংসতা ও জাতিগত উত্তেজনার কারনে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

এই বছরের শেষের দিকে সনি তাদের প্লেস্টেশন ৫ কনসোলটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।