আপডেট পেছাচ্ছে কল অব ডিউটি’র
কল অব ডিউটি মডার্ন ওয়ারফেয়ার্স সিজন ৪ এবং কল অব ডিউটি মোবাইল সিজন ৭ আপডেট পেছানো হচ্ছে। কল অব ডিউটি গেমস প্রকাশক প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন একটি টুইট এর মাধ্যমে সিদ্ধান্তটি ঘোষণা করেছে।
টুইটে প্রতিষ্ঠানটি জানায় মডার্ন ওয়ারফেয়ার্স সিজন ৪ ও কল অব ডিউটি মোবাইল সিজন ৭ আপডেটটি এখন প্রকাশ না করে পরবর্তী কোনো সময় প্রকাশ করা হবে। এর ফলে ক্যাপ্টেন প্রাইসকে মডার্ন ওয়ারফেয়ার্স এ দেখার জন্য গেমারদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
কল অব ডিউটি এর পক্ষ থেকে আপডেট প্রকাশের বিলম্বের প্রকৃত কোন কারন এখনও জানানো হয় নি। তবে টুইটে বলা হয়,
এখন সমতা, ন্যায়বিচার এবং পরিবর্তনের পক্ষে কথা বলার সময়।
এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারনে চলমান বিক্ষোভের দিকেই ইঙ্গিত প্রকাশ করে। ধারনা করা হচ্ছে মূলত এ কারনেই স্থগিত করা হছে আপডেটটি।