স্যামসাং গ্যালাক্সি এ ও এম সিরিজ উন্মোচন
এই জুনে গ্যালাক্সি এ ও এম সিরিজের কয়েকটি ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। ফোনগুলো ভারতের বাজারে উন্মোচন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ভারতের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেকগুলো ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং।
গ্যালাক্সি এ সিরিজের মধ্যে এ ২১ এস ও এ ৩১ এবং এম সিরিজের মধ্যে এম ৩১ এস ও এম ৫১ থাকবে বলে জানা গেছে। গত কয়েক সপ্তাহ পূর্বেই লন্ডন এর বাজারে গ্যালাক্সি এ ২১ এস উন্মোচন করেছে স্যামসাং।
ফোনগুলোর দাম ও বিবরন সম্পর্কে এখনও তেমন কোন তথ্য পাওয়া যায় নি। আগামী ৪ জুন ফোনগুলো উন্মোচন করা হতে পারে। গ্রাহকদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।