আইওএস ১৪ আপডেট পাচ্ছে ১৩ এর সকল ডিভাইস
ব্যবহারকারীদের জন্য আইওএস ১৪ আপডেট আনতে চলেছে অ্যাপল। অ্যাপল এর যে সমস্ত আইফোন এবং আইপড এ আইওএস ১৩ বিদ্যমান তার সবগুলো ডিভাইসই আইওএস ১৪ এ আপডেট হবে।
অ্যাপল নিউজ এর নির্ভরযোগ্য মাধ্যম ভেরিফায়ার এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় অ্যাপল এবারের আইওএস আপডেটের ক্ষেত্রে কোন ডিভাইস বাদ রাখবে না। এই বছরের শুরুতেই অ্যাপল এর আসছে আপডেট এর ক্ষেত্রে সার্বজনীন ডিভাইস সামঞ্জস্যতা থাকবে বলে শোনা গিয়েছিল।
সাধারণত চার বছর পর্যন্ত আইফোনে সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে অ্যাপল। তবে ক্ষেত্র বিশেষে এটি পাঁচ বছর পর্যন্তও হয়ে থাকে। আইওএস ১৩ ডিভাইসগুলোতে আইওএস ১৪ আপডেট দেওয়ার কারন হতে পারে ডিভাইসগুলোতে স্থায়িত্ব আনা। কেননা আইওএস ১৩ এর ডিভাইসগুলোতে স্থায়িত্বের ঘাটতি থাকায় অনেক সমালোচনা হয়েছিল।
আগামী ২২ জুন অ্যাপল এর ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে আইওএস ১৪ আপডেটটি উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।