প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

গেমিং ইকোসিস্টেমে পরিবর্তন আনছে আসুস ইউনিটি

ইন্টারেক্টিভ ও রিয়েল টাইম থ্রিডি কন্টেন্ট তৈরি ও পরিচালনা করায় বিশ্বের শীর্ষস্থানীয় প্লাটফর্ম ইউনিটি টেকনোলজিস এর ভেরিফাইড সল্যুশন পার্টনার হিসেবে নিজেদের প্রকাশ করল আসুস। আসুস রিপাবলিক অফ গেমারস গত ২ জুন ঘোষনাটি করে।

আসুসের ব্যবসা বিভাগের ব্যবস্থাপক ব্রায়ান চ্যাং বলেন,

গেম ডেভেলপারদের সহায়তায় শক্তিশালী হার্ডওয়্যার ক্ষমতা অন্তর্ভুক্ত করার মাধ্যমে আসুস রগ ফোন মোবাইল গেমিং ইকোসিস্টেমকে আরও উন্নত করাই এই পার্টনারশিপ এর লক্ষ্য।

ইউনিটির ব্যবস্থাপক জুনবো জাং এর মতে,

ইউনিটি ডেভেলপারদের রগ ফোন প্লাগইনে অ্যাক্সেস প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ গেমিংয়ের অভিজ্ঞতা পাল্টে দিতে চলেছে আসুস।

পাঁচটি রগ ফোনের সকল বৈশিষ্ট্য ইউনিটি অ্যাসেট স্টোর এর মাধ্যমে একটি একক প্লাগইন থেকে পেয়ে যাবে ডেভেলপাররা। এছাড়া সরাসরি ই মেইলের মাধ্যমেও ডেভেলপাররা আসুস রগ ফোনের রিসার্চ ও ডেভেলপমেন্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন।

ইউনিটির সাথে পার্টনারশিপের দ্বারা মোবাইল গেমিং ইকোসিস্টেমে ডেভেলপার ও গেমার উভয়ের জন্য একটি জোরালো প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করছে রগ ফোন টিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।