ওয়েব পেইজে ফলাফল হাইলাইট করবে গুগল
ওয়েব পেইজে হাইলাইট করার বৈশিষ্ট্য চালু করেছে গুগল। এক টুইট বার্তায় এই নতুন বৈশিষ্ট্যের তথ্য জানানো হয়।
ডেস্কটপ বা মোবাইলে গুগলে কোন কিছু সার্চ করলে সার্চ করা বিষয়বস্তু সম্পর্কিত ফলাফল প্রদর্শন করা হয়। এই ফলাফলগুলোর মধ্য থেকে বিষয়বস্তু সম্পর্কিত কোনও অংশে ক্লিক করা করা হলে গুগল সেই অংশটুকো যে ওয়েব পেইজে আছে সেখানের লেখা হাইলাইট করবে।
গত কয়েক বছর ধরে ডেস্কটপ এবং মোবাইলে ওয়েব পেইজের লেখা হাইলাইট করার জন্য কাজ করছে গুগল। এটি এখন অধিকাংশ ওয়েব ব্রাউজারেই কাজ করছে।
প্রযুক্তিবিদ ড্যানি সুলিভান এর মতে,
হাইলাইট করার এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে। এর জন্য কোনও মার্কআপের প্রয়োজন হবে না।
এই ফিচার ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে সরাসরি প্রাসঙ্গিক ফলাফলে নিয়ে যাবে। ফলে ব্যবহারকারীদের কাছে গুগল সার্চ ইঞ্জিন আরও ইউজার ফ্রেইন্ডলি হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।