রেডমি ৯ আসছে ২৫ জুন
আগামি ২৫ জুন বাজারে রেডমি ৯ নিয়ে আসছে শাওমি। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি কোন তথ্য প্রকাশ করে নি শাওমি। তবে অনলাইন বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।
উইবোতে রেডমি ৯ এর একটি ছবি পাওয়া গেছে। ছবিতে দেখে বলা যায় রেডমি ৯ নীল এবং সবুজ রঙে আসবে।
ডিভাইসটিতে মিডিয়াটেক জি ৮০ প্রসেসর থাকতে পারে বলে গুজব আছে।
৬.৫ ইঞ্চি ফুল এইচডি এলসিডি পাঞ্চহোল ডিসপ্লে ব্যাবহার করার কথা শোনা গেছে। ডিভাইসটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
ডিভাইসটির পিছনে চারটি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হতে পারে ১৩ মেগাপিক্সেলের। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল হতে পারে বলে জানা যায়।
৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি ও, ৪ জিবি র্যামের কনফিগারেশনে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।