প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

জিয়ুন অটোমেশনে শাওমি’র বিনিয়োগ ১৭২ কোটি

চীনের শীর্ষ ওএলইডি প্রস্তুতকারক ডালিয়ান জিয়ুন অটোমেশনে শাওমি বিনিয়োগ করেছে ১৭২ কোটি। প্রতিষ্ঠানটি এলসিডি, ওএলইডি, মিনি এলইডি প্রযুক্তির ডিসপ্লে তৈরিতে পারদর্শী।

ডিসপ্লে প্রযুক্তির ক্ষেত্রে চীনের বৃহত্তম সংস্থা ডালিয়ান জিয়ুন অটোমেশন। খবর পাওয়া গেছে প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৫.৬৩ শতাংশের জন্য শাওমি বিনিয়োগ করেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল, বন্ডিং, ডিসপেন্ডিং এবং ল্যামিনেশন প্রযুক্তির ডিসপ্লে নিয়ে কাজ করছে ডালিয়ান জিয়ুন অটোমেশন। এছাড়া চীনা প্রযুক্তি পন্য বিক্রেতা সংস্থাগুলো জিয়ুন এর মত স্থানীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।