৭ ও ৫ ন্যানোমিটার চিপ বেশি তৈরি করছে টিএসএমসি
৭ ও ৫ ন্যানোমিটার চিপ বেশি তৈরি করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। টিএসএমসির একজন মুখপাত্র থেকে জানা যায় যে প্রতিষ্ঠানটির বর্তমান মনোযোগ ৭ ও ৫ ন্যানোমিটার চিপ উৎপাদনের প্রতি রয়েছে।
এর আগে করোনাভাইরাস এর কারনে সরবরাহ ও এর চেইন এ প্রভাব পড়ায় টিএসএমসির ৩ ন্যানোমিটার চিপ উৎপাদনের পরীক্ষামূলক প্রক্রিয়া পেছানো হতে পারে বলে জানা যায়। তবে এ সম্পর্কিত কোনো গুজবের বা পরীক্ষামূলক প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে কোনও মন্তব্য করেনি টিএসএমসি।
বর্তমানে টিএসএমসি অ্যাপল, কোয়ালকম, এএমডি, হাইসিলিকনের মত প্রযুক্তি পন্য উতপাদনকারী প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করে ৫ ন্যানোমিটার চিপ শিল্পে শীর্ষ অবস্থানে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন বলছে, স্যামসাং ১৪ ন্যানোমিটার, ১০ ন্যানোমিটার এবং ৭ ন্যানোমিটার চিপ উৎপাদন করলেও টিএসএমসির চিপের সাথে মানের প্রতিযোগীতায় পিছিয়ে পড়েছে।
করোনাভাইরাস কালীন লক ডাউন পরবর্তী সময়ে টিএসএমসির চিপ উৎপাদন ও বিপনন এর উপর কিরুপ প্রভাব পড়ে তা এখন দেখার বিষয়।