প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

আসছে অপোর স্মার্ট টিভি

প্রযুক্তি পন্যের বাজারে আসতে পারে অপোর স্মার্ট টিভি। সম্প্রতি উইবোতে প্রকাশিত এক পোষ্টারে এ সম্পর্কিত একটি ইঙ্গিত পাওয়া যায়।

অপো এশিয়াতে একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এছাড়া ২০২০ সালের ১ম চতুর্ভাগের ইউরোপের শীর্ষ পাচটি ব্র্যান্ডগুলোর মধ্যে একটি অপো।

চীনে ৫জি বাণিজ্যিকীকরণের ১ম বর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি ছবি শেয়ার অপো। ছবিটিতে ৫জি প্রযুক্তিতে অপোর অর্জনসমূহ তুলে ধরা হয়েছে। ছবিটির নিচের অংশে একটি টিভির ছবি দেখা যায়। যা আগামীতে স্মার্ট টিভি উন্মোচনের ইঙ্গিত বলেই মনে হচ্ছে।

স্মার্ট টিভি তৈরিতে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করা শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমির পর এবার কি অপো তাদের নাম প্রকাশ করতে যাচ্ছে ? যদিও ছবি প্রকাশ ছাড়া আর কোন তথ্য পাওয়া যায়নি, তবে ধারনা করা যাচ্ছে খুব শীঘ্রই অপো এ ব্যপারে একটি অফিসিয়াল ঘোষনা দিবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।