ফোন এবং ফেসটাইম কল রেকর্ডিং আইওএস ১৪ এ
ফোন এবং ফেসটাইম কল রেকর্ডিং ফাংশন আসছে আইওএস ১৪ আপডেটে। ইন্টারনেটে ফাঁস হওয়া একটি ছবির উপর ভিত্তি করে সম্প্রতি জেইলব্রেক কমিউনিটি এ তথ্য জানিয়েছে।
জেলব্রেকিং হল অ্যাপল এর ডিভাইসগুলোর আইওএস, আইপ্যাডওএস, টিভিওএস, ওয়াচওএস এবং ব্রিজওএস অপারেটিং সিস্টেমগুলোতে বিশেষাধিকার বৃদ্ধির একটি প্রক্রিয়া। জেলব্রেকিং অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমে রুট অ্যাক্সেসের অনুমতি দেয়। এছাড়া অফিসিয়াল অ্যাপল অ্যাপ স্টোরে যেসব সফ্টওয়্যার পাওয়া যায় সেগুলো ইনস্টল করা যায় এর মাধ্যমে।
গোপনীয়তার বিষয়ে কল রেকর্ডিং একটি জটিল বিষয়। রেকর্ডিং করার পূর্বে ব্যবহারকারীকে অবহিত করতে হবে বা কল চলাকালীন ভয়েস প্রম্পট থাকতে হবে বলছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন।
অ্যান্ড্রয়েড ৬.০ এ ফোন কল ইতিহাসের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বাতিল করেছে গুগল যা কিনা অ্যাপল তাদের আইওএস ১৪ এ যুক্ত করতে যাচ্ছে বলে মনে হচ্ছে।
আগামী ২৩ জুন, অনলাইন গ্লোবাল ডেভেলপার কনফারেন্সে অ্যাপল আইওএস ১৪ প্রকাশ করবে। আইওএস ১৩ এর সকল ডিভাইস আইওএস ১৪ আপডেট পাবে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া এবং ভারত সরকার ব্যবহারকারীদের কল রেকর্ডিং নিষিদ্ধ করায় সব দেশে আইওএস এর এই আওডেট পাওয়া যাবে না।