ওয়্যারেবলসর্বশেষ টেক নিউজ

৭ টি নতুন আপগ্রেড এ আসছে মি ব্যান্ড ৫

৭ টি নতুন আপগ্রেড নিয়ে বাজারে আসছে শাওমির মি ব্যান্ড ৫। অনলাইনে এ বিষয়ক একটি পোস্টার প্রকাশিত হয়। পোস্টার এ মি ব্যান্ড ৫ এর একটি ছবি সহ ৭ টি নতুন আপডেট কি কি হবে তা প্রকাশ করা হয়।

আপগ্রেডগুলো হলঃ

  • ডাইন্যামিক রঙের বড় আকারের স্ক্রিন,
  • ম্যাগনেটিং চার্জিং,
  • এনএফসি,
  • দূর থেকে ছবি তোলা,
  • প্রফেশনাল সেন্সর আপগ্রেড,
  • ১১ প্রফেশনাল স্পোর্টস মোড,
  • নতুন উইমেন হেলথ মোড।

মি ব্যান্ড ৫ এর এনএফসি ফিচারটি পেমেন্ট করার জন্য ব্যবহৃত হতে পারে বলে জানা গেছে। এছাড়া উইমেন হেলথ মোড এবং রিমোট কন্ট্রোল ফিচার শাওমির নতুন আপগ্রেড যা মি ব্যান্ড ৫ এ পাওয়া যাবে।

হলুদ, লাল, নীল এবং কালো এই চারটি রঙের স্ট্র্যাপে আসবে মি ব্যান্ড ৫। আগামী ১১ জুন উন্মোচন করা হবে ব্যান্ডটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।