শাওমির মি ব্যান্ড ৫ উন্মোচিত
শাওমির নতুন ফিটনেস ট্র্যাকার মি ব্যান্ড ৫ উন্মোচিত হল। এটি চীনের বাজারে উন্মোচন করেছে শাওমি।
স্মার্ট ব্যান্ডটি দুইটি সংস্করনে উন্মোচন করা হয়েছে। একটি এনএফসি সংস্করন অন্যটি এনএফসি ছাড়া স্ট্যান্ডার্ড সংস্করন। এনএফসি সংস্করনের সাথে রয়েছে আট রঙের স্ট্র্যাপ।
১.১ ইঞ্চির রঙিন অ্যামোলেড ডিসপ্লে রয়েছে মি ব্যান্ড ৫ এ। মি ব্যান্ড ৫ এর ব্যাটারীও আপগ্রেড করা হয়েছে। একবার ফুল চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে পারবে ব্যান্ডটি, বলছে শাওমি।
ব্যান্ডটি ৫০ মিটার পর্যন্ত জল প্রতিরোধী। মি ব্যান্ড ৫ এ নতুন চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রযুক্তিটি হল ম্যাগনেটিক চার্জিং।
মি ব্যান্ড ৫ কি ফিচার:
- বড় আকারের অ্যামোলেড ডিসপ্লে,
- পারসোনাল অ্যাক্টিভিটি ইন্টিলিজেন্স,
- উন্নত স্লিপ মনিটরিং,
- হার্ট রেট সেন্সর,
- উইমেন হেলথ মোড,
- রিমোট কন্ট্রোল ক্যামেরা,
- ম্যাগনেটিক চার্জিং।
মি ব্যান্ড ৫ এর এনএফসি সংস্করনের সাহায্যে ব্যবহারকারীরা পেমেন্ট করতে পারবেন বলে জানা গেছে।
চায়নার বাজারে মি ব্যান্ড ৫ এর এনএফসি সংস্করনের মূল্য ২৮০০ টাকা এবং এনএফসি বাদে সংস্করনের মূল্য ২৩০০ টাকা।