রিয়েলমি সি ১১ উন্মোচনের প্রস্তুতি রিয়েলমির
রিয়েলমি সি ১১ নামে একটি স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি। ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন কর্তৃক সার্টিফিকেশনের একটি ছবি ইন্টারনেটে পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে এটি রিয়েলমে সি ১১ হবে।
ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন কর্তৃক সার্টিফিকেশনের যে ছবি পাওয়া গেছে সেই ডিভাইসটির মডেল নম্বর আরএমএক্স ২১৮৫ দেখা গেছে। সার্টিফিকেশনের বাইরে তেমন আর কিছুই এখনও জানা যায় নি। সার্টিফিকেশনে দেখা যায় ডিভাইসটি এলটিই সংযোগ সমর্থন করবে।
ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন ছাড়াও এখন পর্যন্ত ডিভাইসটি ইউরেশিয়ান ইইসি, এসআইআরআইএম এবং টিকেডিএন এর সার্টিফিকেশন অর্জন করেছে। এ থেকে ধারনা করা যায়, ডিভাইসটি এশিয়ার একটি বড় অংশের বাজারে উন্মোচিত হতে পারে।