হার্ডওয়্যারসর্বশেষ টেক নিউজ

৩০,০০০ মিলি অ্যাম্পিয়ার এ শাওমি পাওয়ার ব্যাংক ৩

৩০,০০০ মিলি অ্যাম্পিয়ার এর মি পাওয়ার ব্যাংক ৩ উন্মোচন করেছে বিভিন্ন প্রযুক্তি পন্য উতপন্নকারী প্রতিষ্ঠান শাওমি। শাওমির যে সমস্ত পাওয়ার ব্যাংক এখন পর্যন্ত বাজারে রয়েছে তার মধ্যে এটি বৃহত্তম।

এই পাওয়ার ব্যাংক দিয়ে প্রায় ৪ বার ফুল চার্জ করা যাবে শাওমি মি ১০ এবং রেডমি কে ৩০ প্রো স্মার্টফোন দুইটি। আইফোন এসই ফুল চার্জ করা যাবে প্রায় ১০ বার। এই পাওয়ার ব্যাংক দিয়ে ব্র্যান্ডের ফোন ও ট্যাবলেট চার্জ করা যাবে।

২ টি ইউএসবি টাইপ এ, ১ টি ইউএসবি টাইপ সি এবং ১ টি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে পাওয়ার ব্যাংকটিতে। ইউএসবি টাইপ এ এবং টাইপ সি ৩ টি পোর্টই ১৮ ওয়াট দ্রুত চার্জ সরবরাহ করে। একই সাথে ৩ টি স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে এটি দিয়ে।

পাওয়ার ব্যাংকটি চার্জ করার জন্য রয়েছে ১ টি ইউএসবি টাইপ সি পোর্ট। এর সাহায্যে ২৪ ওয়াট দ্রুত চার্জিং প্রযুক্তিতে চার্জ করা যাবে। শাওমির ৩০ ওয়াট চার্জার দিয়ে ৭ ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যাবে এটি।

চীনের বাজারে এর দাম ২১০০ টাকা ধরা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।