প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

গুগল অ্যাসিস্ট্যান্ট এ ভয়েস ম্যাচ এবং ডিফল্ট স্পিকার সিলেকশন

গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এমন সকল ডিভাইসে ভয়েস ম্যাচ এবং ডিফল্ট স্পিকার সিলেকশন ফিচার যুক্ত করছে গুগল। এক ব্লগ পোস্টের মাধ্যমে গুগল এই ফিচারসমুহ যুক্ত করার ঘোষণা দেয়।

ভয়েস ম্যাচ ফিচারের সাহায্যে আলাদা আলাদা ব্যবহারকারীর ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্টে অন্তর্ভুক্ত করে রাখা যাবে। ফলে পরিবারের কোন সদস্য গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছেন তা সহজেই সনাক্ত করতে পারবে এটি।

এটি পরিবারের প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত কাজ সহ আলাদা আলাদাভাবে তাদের রুটিন মনে করিয়ে দিতে সাহায্য করবে। এমনকি পরিবারের সকলের ভয়েস একটি স্পিকার বা স্মার্ট ডিসপ্লেতে লিঙ্ক করা যাবে এই ফিচারের সাহায্যে।

গুগলের প্রোডাক্ট ম্যানেজার প্রভিন চন্দ্রন বলেন,

গুগল অ্যাসিস্ট্যান্ট এর ফিচারসমূহ বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দিতে এবং  উন্মোক্ত ইকোসিস্টেমিকে সমর্থন করতেই সংস্থার এই প্রচেষ্টা।

‘হেই গুগল’ দ্বারা কোন ডিভাইস কতটুকু প্রতিক্রিয়া দেখাবে সেটিও ঠিক করা যাবে গুগল হোম অ্যাপে। এতে ঘরের সকল স্মার্ট স্পিকার এবং স্মার্ট ডিসপ্লের জন্য আলাদা আলাদা প্রতিক্রিয়া পয়েন্ট ঠিক করা যাবে। ফলে ‘হেই গুগল’ বললে সকল ডিভাইস একই রকমভাবে প্রতিক্রিয়া দেখাবে না।

এই সপ্তাহের মধ্যেই গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এমন সকল ডিভাইসে ফিচারগুলো যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।