আইওএস মেসেঞ্জারে আসছে ফেস আইডি ও টাচ আইডি
আইওএস ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারে ফেস আইডি ও টাচ আইডি সুরক্ষা ব্যবস্থা আনতে চলেছে ফেসবুক। এটি ব্যবহারকারীর মেসেঞ্জারকে আরও সুরক্ষিত রাখবে। এই সুরক্ষা ব্যবস্থাগুলো এখনও পরীক্ষাধীন।
এই সুরক্ষা ব্যবস্থাগুলো নিয়ন্ত্রন করতে পারবে ব্যবহারকারীররা। মেসেঞ্জার খোলার সময় এগুলো প্রয়োজন হবে কিনা তা ব্যবহারকারীরা ঠিক করতে পরবেন। মেসেঞ্জার চালানোকালীন অন্য অ্যাপ এ ঢুকলে এই ব্যবস্থাগুলো কাজ করবে কিনা তাও ঠিক করা যাবে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে চায় ফেসবুক। একজন ব্যবহারকারীর মেসেঞ্জারে অন্য কেউ যেন ঢুকতে না পারে সে লক্ষ্যে এই সুরক্ষা ব্যবস্থাগুলো বাড়তি এক স্তর নিরাপত্তা দেবে, জানায় ফেসবুক।
ইতোমধ্যে ফেসবুকেরও মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এই সুরক্ষা ব্যবস্থা যুক্ত রয়েছে। এখনও সব ডিভাইসের জন্য মেসেঞ্জার এর এই ব্যবস্থাগুলো উন্মোচিত হয় নি। তাই ব্যবহারকারীদের আরও কিচুদিন অপেক্ষা করতে হবে। অ্যাপটি আপডেট করলেই এগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।