মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

অনার ৯ এ আসছে ২৩ জুলাই

বিশ্ব বাজারে অনার ৯ এ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে অনার। এর আগে চীনে ফোনটি উন্মোচন করা হয়েছিল। আগামী ২৩ জুলাই একটি ইউটিউব ইভেন্টে ফোনটি উন্মোচন করা হতে পারে।

ডিভাইসটিতে মেডিয়েটেকের এ-৫৩ কোর যুক্ত হেলিও পি ২২  প্রসেসর থাকতে পারে। এর ক্লক স্পিড হবে ২.০ গিগাহার্জ।

এটিতে ১৬০০ X ৭২০ মেগাপিক্সেলের আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লেটি ওয়াটার ড্রপ নচ হওয়ার কথা শোনা গেছে।

এফ/১.৮ অ্যাপার্চারের ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এই স্মার্টফোনটিতে।

অনার ৯ এ স্মার্টফোনটিতে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী ব্যবহার করা হতে পারে।

এছাড়া স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাজিক ইউআই ৩.১ ও অ্যান্ড্রয়েড ১০ ওএস থাকবে বলে শোনা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।