ব্রাজিলে ডিজিটাল পেমেন্ট হোয়াটসঅ্যাপে
ব্রাজিলে হোয়াটসঅ্যাপে ডিজিটাল পেমেন্ট ফিচার চালু করেছে সংস্থাটি। ব্যবহারকারীরা ছবি ও ভিডিওর মত চ্যাট থেকেই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
নতুন এই ফিচার এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে ব্রাজিলের বৃহত্তম ক্রেডিট ও ডেবিট কার্ড অপারেটর, সিয়েলো এর সাথে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
এর আগে ২০১৮ সালে ভারতে পরীক্ষামূলকভাবে এই পেমেন্ট ফিচারটির কার্যক্রম চালানো হয়। পরীক্ষামূলক কার্যক্রম শেষে ব্রাজিলেই প্রথম ডিজিটাল পেমেন্ট ফিচার আনুষ্ঠিকভাবে উন্মুক্ত করে সংস্থাটি।
হোয়াটসঅ্যাপের প্রধান অপারেটিং কর্মকর্তা, ম্যাট আইডেমা বলেন,
ব্রাজিলে সাধারন ও ব্যবসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ব্যবহার অনেক। ডিজিটাল পেমেন্ট ডিজিটাল অর্থনীতি বাড়াতে সহায়তা করবে। এই ডিজিটাল পেমেন্ট ফিচারের মাধ্যমে করোনাভাইরাস মহামারীর কারনে অবরুদ্ধদেরও সহায়তা হবে।
সাধারন ব্যবহারকারীদের ফিচারটি ব্যবহারে কোন ফি দিতে হবে না। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ফি দিতে হবে।