হাবিজাবি

পিএস ৫ এর ডিজিটাল সংস্করন ঘোষনা সনি’র

পিএস ৫ এর ডিজিটাল সংস্করন ঘোষনা করেছে সনি। এছাড়া সনি তার পরবর্তী প্রজন্মের কনসোল প্লেস্টেশন ৫ দেখতে কেমন হবে তার ছবিও প্রকাশ করেছে। এক্সবক্স সিরিজ এক্সের মতো ডিজাইনে উইংস যুক্ত সাদা রঙে আসছে গেমিং কনসোল প্লেস্টেশন ৫ বা পিএস ৫। ছবিতে দেখা যায় ভার্টিকালি ডিজাইন করা হছে কনসোলটির।

পিএস ৫ এর ডিজিটাল সংস্করন ঘোষনা করেছে সনি। এটি ফোর কে ব্লু রে ডিস্ক ড্রাইভ ছাড়াই উন্মোচন করা হবে। ডিজিটাল সংস্করনে ফোর কে ব্লু রে না থাকায় এটির দাম কম হবে কিনা সে সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায় নি। তবে অনুমান করা যায় এটি কম স্টোরেজ সম্পন্ন হবে।

সনির পক্ষ থেকে বলা হয় সাধারন ও ডিজিটাল সংস্করনের পিএস ৫ এ গেম প্লে অভিজ্ঞতায় পরিবর্তন হবে না। আলাদা আলাদা প্রত্যেকটি ডিজাইনে কিছুটা পার্থক্য থাকবেই। তবে সামগ্রিক ডিজাইনে একটি কনসোল সরবরাহ করা হবে।

সনি পিএস ৫ বিশ্বজুড়ে এ বছরের শেষের দিকে উন্মোচন করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।