শাওমি মি মিক্স ৪ এর ছবি ফাঁস
শাওমি মি মিক্স ৪ এর একটি ছবি ফাঁস হয়েছে। কয়েকদিন আগে ইন্টারনেটে মি মিক্স ৪ এর একটি পোস্টার দেখতে পাওয়া যায়।
ছবিতে দেখা যায় এটি অনেকটা মি মিক্স আলফার মত। তবে মি মিক্স আলফার মত ১৮০ ডিগ্রি স্ক্রিন দেখা যায়নি। এটিতে ক্যাসকেডিং স্ক্রিনের উন্নত সংস্করন ব্যবহার হতে পারে।
পিছনের ক্যামেরা মডিউল আয়তক্ষেত্রে আকৃতির। প্রধান ক্যামেরা সেন্সরে ১৫০ মেগাপিক্সেল রেজুলিউশন থাকবে। এছাড়া ৪০ মেগাপিক্সেলের একটি সুপার ওয়াইড এঙ্গেল লেন্স, ২০ মেগাপিক্সেলের একটি সুপার ম্যাক্রো লেন্স এবং একটি টেলিফোটো লেন্স থাকবে বলে দেখা যায় পোস্টারে। ২০ এক্স অপটিকাল জুম ও ১২০ এক্স কমপোসাইট জুম থাকতে পারে ডিভাইসটিতে।
ডিভাইসটিতে আন্ডার স্ক্রিন সেলফি ক্যামেরা প্রযুক্তি ব্যবহার হতে পারে।
এটির অ্যামোএলইডি স্ক্রিন রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ার কথা শোনা গেছে।
ছবির বাইরে মি মিক্স ৪ সম্পর্কে অন্য কোন তথ্য এখনও পাওয়া যায়নি। ডিভাইসটি সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।