প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

কৃষনাঙ্গদের কলেজে বৃত্তি প্রদানে ১০১৮.৮৯ কোটি টাকা অনুদান নেটফ্লিক্সের

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষনাঙ্গদের কলেজেগুলোতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ১০১৮.৮৯ কোটি টাকা অনুদান দিয়েছেন নেটফ্লিক্সের প্রধান রিড হেস্টিংস ও তার স্ত্রী।

কুইলিন এবং হেস্টিংস এক বিবৃতিতে বলেন,

আমারা দুজনই মানসম্মত শিক্ষার সুযোগ পাই এবং আমরা অন্য শিক্ষার্থীদের বিশেষত একটি নির্দিষ্ট বর্ণের শিক্ষার্থীদের একই শিক্ষার সুযোগ পেতে সহায়তা করতে চাই।

২০০ জন শিক্ষার্থীর আগামী দশকে ৪ বছরের কলেজ প্রোগ্রামের জন্য এই অনুদান ব্যয় করা হবে ।

কৃষ্ণাঙ্গদের কলেজগুলো বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত। এখানের শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়। তবু ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফলে অসাধারন রেকর্ড রয়েছে।

তরুন বয়সে হেস্টিংস পিস কর্পসে ছিলেন। এছাড়াও সোয়াজিল্যান্ডের হাই স্কুলে গণিত পড়াতেন। তার স্ত্রীর শিক্ষার বিষয়ে সহযোগীতার নজির রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।