প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন ব্লক করতে পারবেন ব্যবহারকারীরা

ব্যবহারকারীরা চাইলে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে কোন রাজনৈতিক বিজ্ঞাপন ব্লক করে রাখতে পারবেন। এই সুযোগটি পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০২০ কে কেন্দ্র করে। সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

বিজ্ঞাপনের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন প্লাটফর্ম ফেসবুক। ফেসবুকের এমন সিদ্ধান্তের ফলে যেহেতু ব্যবহারকারীরা রাজনৈতিক বিজ্ঞাপন ব্লক করে রাখতে পারবে তাই ধারনা করা হচ্ছে এই খাত থেকে কিছুটা আয় কমতে পারে।

ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন দিয়ে ভুয়া তথ্য ছড়ানোতে সমালোচনা হয়েছিল। কিন্তু বিজ্ঞাপন ব্লকের ব্যাপারে তখন কিছু বলেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও একই সুযোগ থাকবে ব্যবহারকারীদের জন্য। থ্রি ডট এ ক্লিক করে সেটিংস ফিচার ব্যবহার করে বিজ্ঞাপন ব্লক করতে পারবেন ব্যবহারকারীরা।

শীঘ্রই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন। অন্যান্য দেশের ব্যবহারকারীদের এই ফিচারটি উপভোগ করতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।