চীন থেকে ভিয়েতনামে কারখানা স্যামসাং’র
চীন থেকে বেশিরভাগ কারখানা ভিয়েতনামে সড়িয়ে নিচ্ছে স্যামসাং। ভিয়েতনামের কয়েকটি সংবাদ মাধ্যমে জানানো হয় কম্পিউটার মনিটর অপারেশন ভিয়েতনামে স্থানান্তরিত করার ঘোষণা করেছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
স্যামসাং তাদের উত্পাদন ব্যবস্থা গত কয়েক বছর ধরেই চীন থেকে অন্য দেশে স্থানান্তরিত করছে। মূলত করোনাভাইরাস এর মত মহামারী ও অন্যান্য অসুবিধাগুলো তাদের সরবরাহ যেন ক্ষতিগ্রস্থ করতে না পারে সে লক্ষ্যেই শৃঙ্খলাটি প্রসারিত করা হচ্ছে, বলছে সংবাদ মাধ্যমগুলো।
ভিয়েতনামের বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী বর্তমানে স্যামসাং। কম্পিউটার মনিটর উৎপাদন কারখানাগুলো স্থানান্তর এর ফলে ভিয়েতনাম স্যামসাং মনিটরের বিশ্বের বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠবে।
স্যামসাং ডিসপ্লে চীন থেকে মনিটর উত্পাদনকারী বেশিরভাগ কারখানা ভিয়েতনামের স্যামসাং এইচসিএমসি সিই কমপ্লেক্স কারখানায় স্থানান্তর করবে বনলে জানায় স্যামসাং ইলেকট্রনিক্স ভিয়েতনাম।
স্যামসাং ২০২০ সালের মধ্যে চীন থেকে মনিটর উত্পাদন কারখানাগুলো ভিয়েতনামে স্থানান্তরিত করবে বলে ধারনা করা হচ্ছে।