টেক গুজবমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

আসছে স্যামসাং গ্যালাক্সী নোট ২০ আল্ট্রা

স্মার্টফোন বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সী নোট ২০ আল্ট্রা। সম্প্রতি এর কিছু তথ্য ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে।

ডিভাইসটির চিপসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস  প্রসেসর থাকতে পারে। প্রসেসরের স্পিড কেমন হবে সে সম্পর্কে তথ্য পাওয়া না গেলেও ধারনা করা যাচ্ছে এর পূর্বের ভার্সন এর তুলনায় এর স্পিড বেশি হবে।

এটিতে কিউএইচডি প্লাস রেজুলেশনের লো টেম্পারেচার পলি ক্রিস্টালিন অক্সাইড ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ার কথা জানা গেছে।

ডিভাইসটির ক্যামেরা ফাংশনে থাকতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। এমনটাই জানা গেছে ফাঁস হওয়া তথ্য থেকে। তবে পরিবর্তন কোথায় আনা হবে সে সম্পর্কে জানা যায় নি।

ফাঁস হওয়া তথ্য সম্পর্কে কোন বিবৃতি প্রকাশ করেনি স্যামসাং। স্মার্ট ফোনটির ডিসপ্লে ও চিপসেট ছাড়া অন্য কোন বিস্তারিত এখনও জানা যায় নি। তবে খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও জানা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।