শিক্ষার্থীদের বই সরবরাহ করছে গুগলের উইং
করোনাভাইরাস মহামারীতে শিক্ষার্থীদের বই সরবরাহ করছে গুগলের মূল সংস্থা আলফাবেটের ড্রোন সেবা প্রতিষ্ঠান উইং। ক্রিশ্চিয়ানবার্গের মন্টগোমেরি কাউন্টি পাবলিক স্কুল জেলার শিক্ষার্থীদের মাঝে গ্রন্থাগার থেকে ড্রোন পরিষেবা এর মাধ্যমে বই সরবরাহ করা হবে।
গ্রন্থাগারবিদ কেলি পাসেক বই শিক্ষার্থীদের কাছে ড্রোন এর মাধ্যমে পৌছে দেওয়ার ব্যপারে উইং এর সাথে যোগাযোগ স্থাপন করেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শহরের পাবলিক লাইব্রেরিগুলি বর্তমানে বন্ধ রয়েছে। এই সময়ে প্রায় ৬০০ এরও বেশি শিক্ষার্থীকে বই সরবরাহের জন্য একমাত্র মাধ্যম হয়ে উঠেছে উইং।
বই অর্ডার করার জন্য শিক্ষার্থীরা তাদের স্কুলের ওয়েবসাইটে গিয়ে একটি অনলাইন ফর্ম পূরন করে। শিক্ষার্থীরা লাইব্রেরির ক্যাটালগ এর ১ লক্ষেরও বেশি বই থেকে নির্দিষ্ট বই বেছে নিতে পারে। এরপর গ্রন্থাগারবিদ পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বইগুলো উইংয়ের সাইটে নিয়ে আসে। সেখান থেকে উইং বইগুলো ড্রোন দিয়ে সরাসরি শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেয়।