প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

টুইটারে ভয়েস টুইট ফিচার

টুইটারে যুক্ত হচ্ছে ভয়েস টুইট নামে একটি নতুন ফিচার। যা পরীক্ষাধীন আছে বলে এক ব্লগ পোস্টে জানায় টুইটার। ব্লগ পোস্টে বলা হয় এর মাধ্যমে টুইটার ব্যবহারে আরও বেশি হিউমান টাচ যুক্ত হবে।

ছবি, ভিডিও, জিআইএফ ও লেখার মাধ্যমে নিজের স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিত্ব তুলে ধরা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। টুইটার কর্তৃপক্ষ বলছে, ২৮০ টি অক্ষর একজনের মনের সম্পূর্ন মনোভাব তুলে ধরতে পর্যাপ্ত নয়। তাই তারা এই নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে।

১৪০ সেকেন্ড পর্যন্ত ধারন করা যাবে প্রতিটি ভয়েস টুইট। এর মধ্যে টুইট সম্পন্ন না হুলে কথা বলা চালিয়ে যেতে হবে। পূর্বের ভয়েস টুইটের সময়সীমাতে পৌঁছে গেলে একটি নতুন ভয়েস টুইট স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যাবে। টুইট শেষ হয়ে গেলে সমাপ্ত বোতামটি চেপে রেকর্ডিং বন্ধ করতে হবে।

প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক আইওএস ইউজার তাদের টুইটারে ভয়েস টুইট ফিচার উপভোগ করতে পারবেন। তবে শীঘ্রই আইওএস এর সকল ব্যবহারকারী ভয়েস টুইট করতে সক্ষম হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।