অনুমোদনহীন সকল গেম অ্যাপ স্টোর থেকে অপসারন
চীন সরকারের অনুমোদনহীন সকল গেম অ্যাপ স্টোর থেকে অপসারন করা হবে। আগামী মাস থেকেই শুরু হবে অপসারন। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়।
গত ফেব্রুয়ারিতে চীনের আইওএস ডেভেলপারদের অ্যাপ প্রকাশের আগে লাইসেন্স নেওয়া ব্যপারে বলেছিল অ্যাপল। অ্যাপল জানিয়েছে ৩০ জুনের মধ্যে লাইসেন্স ব্যতীত সকল গেম চায়নার স্থানীয় অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে।
অনেক বছর ধরেই লাইসেন্স ব্যতীত গেম অ্যাপ স্টোরে আপলোড করে আসছেন বহু ডেভেলপার। এমনকি অনুমোদনের অপেক্ষায় গেমগুলোও প্রকাশ করতে পারতেন তারা। কিন্তু জুলাই থেকে চায়নাতে আইওএস প্লাটফর্মে গেমগুলো চালিয়ে যেতে হলে লাইসেন্সের প্রয়োজন হবে।
চীনের নিয়ম মেনে ২০১৬ সাল থেকে প্রায় সকল অ্যাপ স্টোর কাজ করে আসছে। কোন গেম যে কোন অ্যাপ স্টোরে প্রকাশ করার আগে লাইসেন্স পাওয়ার জন্য নিয়ন্ত্রকদের নিকট জমা দেওয়া হয়। তবে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্ম এর অ্যাপ স্টোরে অনুমোদন ছাড়াই গেমস আপলোড করা যেত।
এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি অ্যাপল থেকে।