আইফোনঅ্যাপলমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

২০ ওয়াট পাওয়ার এডাপ্টার আইফোন ১২ এ

উন্মোচনের অপেক্ষায় থাকা আইফোন ১২ এর সাথে ২০ ওয়াট পাওয়ার এডাপ্টার আসবে বলে গুঞ্জন শোনা গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই স্মার্টফোন বাজারে অফিসিয়ালি উন্মোচন করা হতে পারে আইফোন ১২ সিরিজ।

প্রযুক্তিপন্য নিয়ে আলোচনাকারী মিঃ হোয়াইট তার টুইটার একাউন্ট থেকে আইফোন ১২ এর পাওয়ার এডাপ্টার নিয়ে পোস্ট করেন। তিনি বলেন অ্যাপল এর নতুন আইফোন ১২ এর বক্সে ২০ ওয়াট এর পাওয়ার এডাপ্টার পাওয়া যাবে।

আইফোন ১০ সিরিজ পর্যন্ত এর সাথে ৫ ওয়াট এর পাওয়ার এডাপ্টার পাওয়া যেত। আইফোন ১১ প্রো সিরিজই প্রথম যে ডিভাইসের সাথে ১৮ ওয়াট এডাপ্টার এসেছে। আইফোন ১১ এর সাথেও ৫ ওয়াট এর এডাপ্টার আসে।

৪ টি আলাদা কনফিগারেশনে আইফোন ১২ উন্মোচন করা হবে বলে শোনা গেছে। এখন দেখার বিষয় ২০ ওয়াট পাওয়ার এডাপ্টার শুধু মাত্র প্রো সংষ্করনের সাথেই আসে নাকি অন্যান্য সংষ্করনের সাথেও আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।