ব্রাজিলে ডিজিটাল পেমেন্ট সেবা স্থগিত হোয়াটসঅ্যাপের
ব্রাজিলে ডিজিটাল পেমেন্ট সেবা স্থগিত হোয়াটসঅ্যাপের। গত সপ্তাহে সেবাটি চালু হলেও ব্রাজিল সরকার এটিকে স্থগিত করেছে।
হোয়াটসঅ্যাপ ব্রাজিলে তার ডিজিটাল পেমেন্ট সেবাটি সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন ছাড়াই চালু করেছিল বলে জানায় রয়টার্স। তাই ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিসা এবং মাস্টারকার্ডের কার্যক্রম স্থগিত করতে ঘোষনা দেওয়া হয়।
ডিজিটাল পেমেন্ট সেবাটি স্থগিতের পূর্বে কেন্দ্রীয় ব্যাংক পেমেন্ট পরিচালনা করতে পূর্বের অনুমোদন পেতে হবে বলে একটি বিধি জারি করে।
৯৮০ এরও বেশি ব্যবহারকারী নিয়ে নভেম্বর মাসে পিক্স নামে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তাত্ক্ষণিক অর্থ আদান প্রদানের সেবা চালু করবে বলে আশা করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেছেন, পিক্স উন্মোচনের পর তারা সিস্টেমটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রাজিলে ডিজিটাল পেমেন্ট স্থগিতের বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো অফিসিয়ালি কোন বিবৃতি প্রকাশ করেনি।