সংবাদ প্রকাশে প্রকাশকদের অর্থ প্রদান করবে গুগল
সংবাদ প্রকাশের জন্য নির্বাচিত প্রকাশকদের অর্থ প্রদান করবে গুগল। এক ব্লগ পোস্টে গুগল এ তথ্য জানায়। এর জন্য নতুন লাইসেন্সিং প্রোগ্রাম শীঘ্রই শুরু হবে।
প্রকাশকদের তাদের প্রকাশনার জন্য যে শুধু অর্থ প্রদান করা হবে এমনটি নয়। যেসব ওয়েবসাইটে ফি পরিষোধ করে সংবাদ পড়তে হয় সেসব ওয়েবসাইটে ব্যবহারকারীর হয়ে ফি পরিষোধ করবে গুগল। এতে বেশি সংখ্যক মানুষ সংবাদ পড়তে পারবে।
চলমান করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ এর মুখোমুখি। তাদের সাথে একাওতা প্রকাশ করে সংবাদ প্রকাশকদের সমর্থন করার কথা জানায় গুগল।
গুগল এই বছরের শেষের দিকে জার্মানি, অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের প্রকাশকদের সাথে প্রোগ্রামটি শুরু করবে। ক্রমান্বয়ে অন্যান্য দেশে গুগল এই প্রোগ্রামটি শুরু করবে বলে জানা গেছে।