টেক গুজবমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

দুইটি ফ্রন্ট ক্যামেরায় ওয়ানপ্লাস নর্ড

দুইটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে ওয়ানপ্লাস নর্ড ডিভাইসটিতে। এর আগে একক ফ্রন্ট ক্যামেরার গুজব শোনা গেছে। যার কারনে একে অনেকে ওয়ানপ্লাস ৮ বলেও দাবী করেছিল। কিন্তু এই তথ্য ফাঁস হওয়ার পর এই দাবী আর টিকছে না।

ফাঁস হওয়া তথ্যে বলে হয় মূল সেন্সরটি ৩২ মেগাপিক্সেল রেজুলিউশনের হবে। এর সাথে ৮ মেগাপিক্সেল লেন্সের আরও একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।

ডিসপ্লে এর উপরের বাম কোনায় ৩২ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দুইটি ও তাদের সেন্সরগুলো থাকবে বলে জানা গেছে।

ডিভাইসটিতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি ব্যবহার করা হতে পারে। স্মার্টফোনটিতে কমপক্ষে ৬ গিগাবাইট র‍্যাম থাকবে বলে তথ্য পাওয়া যায়।

ওয়ানপ্লাস নর্ড ডিভাইসটিতে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে এর তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে জানা যায় ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী ব্যাকাপ থাকবে এটিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।