ওয়ানপ্লাস নর্ড এ স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট
ওয়ানপ্লাস নর্ড ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট ব্যবহার নিশ্চিত করেছে কোয়ালকম ইউরোপ। কোয়ালকম ইউরোপ তাদের টুইটার একাউন্ট থেকে এক টুইট এর মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। ওয়ানপ্লাস এর একজন কর্মকর্তাও এ খবর নিশ্চিত করেন।
চীনা বেশিরভাগ স্মার্টফোনে মিড রেঞ্জ চিপ হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ জি ব্যবহার হয়ে আসছে। চীনে এটির জনপ্রিয়তা রয়েছে কেননা বেশিরভাগ মিড রেঞ্জ ৫ জি ফোন এই প্রসেসর দ্বারা পরিচালিত।
ওয়ানপ্লাস নর্ড সম্পর্কে যেসব তথ্য এবং গুজব ফাঁস হয়েছে তা বলছে আসন্ন ওয়ানপ্লাস নর্ড এ একটি ৬.৫৫ ইঞ্চি অ্যামোএলইডি ডিসপ্লে থাকবে। যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্জ। ডিভাইসটিতে দুইটি পাঞ্চ হোল থাকতে পারে।
ব্যাকাপ প্রসঙ্গে জানা যায় এটিতে ৩০ ওয়াট র্যাপ চার্জ সমর্থন সহ ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
চিপসেট ছাড়া ডিভাইসের অন্য কোন ফিচার ওয়ানপ্লাসের পক্ষ থেকে প্রকাশ করা হয় নি। তবে ক্যামেরা বিভাগে ওয়ানপ্লাস বরাবরই ভাল পারফরম্যান্স দিয়ে আসছে। ফ্ল্যাগশিপ স্তরের ক্যামেরার ব্যবহারের বিষয়েও ইঙ্গিত পাওয়া গেছে।
৬৪, ১৬ ও ২ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা এবং ৩২ ও ৪ মেগাপিক্সেল এর ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার করার কথা শোনা গেছে।