গুগল ডকুমেন্ট, শিট এবং স্লাইড এ ডার্ক মোড
অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গুগল ডকুমেন্ট, শিট এবং স্লাইড অ্যাপ্লিকেশনগুলোর জন্য ডার্ক মোড চালু করতে চলেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সম্প্রতি ব্যবহারকারীদের কাছে ডার্ক মোড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে ফেসবুক সহ আরও অনেক অ্যাপ এ ডার্ক মোড সংস্করন চালু করা হয়েছে।
ডকুমেন্ট, শিট এবং স্লাইড আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের সেটিংস থেকে আলাদা আলাদাভাবে ব্যবহারকারীরা ডার্ক মোড সক্রিয় করতে পারবেন। এছাড়া অ্যাপ্লিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবেও অ্যান্ড্রয়েড সিস্টেমের থিম ব্যবহার করতে পারবে।
অ্যান্ড্রয়েড সিস্টেমে যদি ডার্ক মোড চালু করা থাকে তবে নতুন করে গুগল ডকুমেন্ট, শিট এবং স্লাইডের ডার্ক মোড চালু করার প্রয়োজন হবে না। অর্থ্যাৎ অ্যাপ্লিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে অ্যান্ড্রয়েড সিস্টেমের থিম ব্যবহার করবে বলে জানায় গুগল।
ব্যাটারি সাশ্রয়ী সুবিধা এবং সুন্দর ডিজাইনের জন্য গত কয়েক বছর ধরে ডার্ক মোডটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মে একটি জনপ্রিয় সংযোজন হয়ে দাঁড়িয়েছে। গ্রাহক চাহিদার ধারাবাহিকতায় গুগল তার অ্যাপগুলোতে ধীরে ধীরে ডার্ক মোড যুক্ত করছে।
গুগল জানায় আগামী দুই সপ্তাহের মধ্যে সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নতুন সংযোজিত ডার্ক মোডে অ্যাক্সেস পাবেন।