মাইক্রোসফট অফিস ইউআই ও ডিজাইনে পরিবর্তন
মাইক্রোসফট অফিস এর আসন্ন ভার্সনে ইউআই এবং ডিজাইনে পরিবর্তন আনতে চলেছে মাইক্রোসফট।। মাইক্রোসফট এ বিষয়ক একটি টিজার প্রকাশ করেছে। নতুন আইকন যুক্ত, ডার্ক মোড এবং রিবনে পরিবর্তন আসবে বলে জানা গেছে।
নতুন আপডেটে রিবন এর কমান্ডগুলো ব্যবহারকারীর ক্রিয়াকলাপ অনুসরন করবে এবং প্রসঙ্গের সাথে মিলিয়ে আসবে। এর ফলে প্রধান কাজে ফোকাস বৃদ্ধি পাবে।
রিবন ইন্টারফেসটি মূলত মাইক্রোসফট এর অফিস ২০০৭ এ প্রবর্তন করা হয়েছিল। এর পর থেকেই একসাথে অনেকগুলো কমান্ড থাকায় রিবন ইন্টারফেসটি ব্যবহারকারীদের নিকট জনপ্রিয় হয়ে উঠে।
মাইক্রোসফটের ডিজাইন এবং গবেষণার কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জোন ফ্রিডম্যান বলেন,
মাইক্রোসফট ৩৬৫ ইউএক্স পরিবর্তনে অ্যাপ্লিকেশনের শিরোনামে ব্র্যান্ডের নাম ফেইড করা হবে এবং কমান্ডগুলোকে আরও স্পষ্ট করা হবে।
মাইক্রোসফট অফিসের অ্যাপস, ওয়েব এবং মাইক্রোসফ্ট ৩৬৫ এর অন্যান্য প্লাটফর্মে কবে নাগাদ এই পরিবর্তন আসবে তা এখনো জানায়নি মাইক্রোসফট। মহামারীর এই সময়ে ঘরে বসে কাজ করতে মাইক্রোসফট অফিস এর ব্যবহার সহজতর করতে গবেষনাও করছে মাইক্রোসফট।