শাওমি ৪এ গিগাবিট রাউটার রিভিউ
শাওমি ৪এ গিগাবিট রাউটার, বাজারে পাওয়া অন্য যেকোন রাউটারের তুলনায় বর্তমানে এগিয়ে আছে। একই বাজেটের (মিড) অন্যান্য রাউটারগুলো থেকে এগিয়ে রাখা যায় একে।
ইন্টারনেটের ব্যাবহার ছাড়া বর্তমান জীবনে প্রায় অচল। ইন্টারনেট কানেক্টিভিটিতে স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে একই সংযোগ থেকে একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যাবহারে প্রয়োজন রাউটারের।
আজ বাজেট সুলভ মি রাউটার ৪এ গিগাবিট রাউটার এর বিভিন্ন দিক তুলে ধরব।
চলুন রাউটারটির ফিচারগুলো দেখে নেওয়া যাক।
বক্সে যা থাকছেঃ
বক্স খুললে পাওয়া যাবে মি রাউটার ৪এ গিগাবিট এডিশন ওয়াইফাই রাউটারটি। সাথে রয়েছে রাউটার এর পাওয়ার এডাপ্টার ও রাউটারের ইউজার ম্যানুয়াল।
ডিজাইনঃ
রাউটারটি চতুর্ভুজাকৃতির। সাদা রঙে পাওয়া যাবে এটি।
৪ টি অ্যান্টেনা রয়ছে এটিতে। উপরের দিকে ২ টি এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে।
রাউটার এর পিছনে ১ টি পাওয়ার পোর্ট, ১ টি ওয়্যান লাইন গিগাবিট পোর্ট, ২ টি ল্যান গিগাবিট পোর্ট রয়েছে। এছাড়া রাউটার রিসেট করার জন্য ১ টি সুইচ রয়েছে।
প্রসেসরঃ
এমটি৭৬২১এ এমআইপিএস ৮৮০ মেগাহার্টজ ডুয়াল-কোর ফোর-থ্রেডেড প্রসেসর রয়েছে রাউটারটিতে।
রাউটারটিতে ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ এর দুইটি ব্যান্ড ব্যাবহার করা হয়েছে। ২.৪ গিগাহার্জ ব্যান্ডটি সর্বোচ্চ ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ ব্যান্ডটি সর্বোচ্চ ৮৬৭ এমবিপিএস ব্যান্ডউইথ সমর্থন করে। অর্থাৎ তাত্ত্বিকভাবে সর্বোচ্চ মোট ১১৬৭ এমবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে রাউটারটি থেকে।
সফটওয়্যার ফিচারসঃ
ওয়্যান কানেকশন হিসেবে এটি ডায়নামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপিপিওই, পিপিটিপি, এল ২ টিপি সমর্থন করে। রাউটারটিতে ১২৮ মেগাবাইট র্যাম ও ১৬ মেগাবাইট রোম ব্যবহার করা হয়েছে।
অ্যান্টেনাঃ
রাউটারটিতে ৪ টি হাই গেইন এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে।
মু-মিমো প্রযুক্তিঃ
এটিতে ৪×৪ মাল্টিপল উইজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা ৩×৩ প্রযুক্তির রাউটারগুলোর তুলনায় বেশি ওয়াইফাই কভারেজ এবং দ্রুত গতির ইন্টারনেট সরবরাহ করে।
স্মার্টফোন অ্যাপঃ
মি রাউটার ৪এ গিগাবিট এডিশন ওয়াইফাই রাউটারটি স্মার্টফোন অ্যাপ এর সাহায্যে নিয়ন্ত্রন করা যায়।
সিকিউরিটিঃ
ডব্লিউপিএ/ডব্লিউপিএ২, ডব্লিউপিএ-পিএসকে/ডব্লিউপিএ২-পিএসকে এনক্রিপশন সিকিউরিটি রয়েছে রাউটারটিতে।
ওয়ারেন্টিঃ
১ বছরের ওয়ারেন্টি রয়েছে মি রাউটার ৪এ গিগাবিট এডিশন ওয়াইফাই রাউটার এ।
রাউটারটি কেনার জন্য প্রযুক্তি পণ্য ক্রয়ের নির্ভরযোগ্য ওয়ান স্টপ সলিউশন ধ্রুবক অল রাউন্ডার এর অনলাইন শপ ভিজিট করতে পারেন।