টিউটোরিয়ালটিপস/ট্রিক্স

জুম এ নাম ছবি পরিবর্তনের উপায়

বর্তমানে অনলাইনে সভা, অনুষ্ঠান, শিক্ষা কার্যক্রম পরিচালানার অন্যতম মাধ্যম হল “জুম” অ্যাপ। অনুষ্ঠান, সভার ধরন ভেদে আমাদের নাম ও ছবির পরিবর্তনের প্রয়োজন পড়ে। নিম্নের পদ্ধতিগুলো অনুসরন করে সহজেই জুম অ্যাপ এ নাম ও ছবি পরিবর্তন এর উপায় জানা যাবে।

বিশ্বজুড়ে চলমান মহামারী করোনাভাইরাস এ স্বাস্থ্য ঝুকি এড়াতে যথাসম্ভব সকল কার্যক্রম বাসা থেকে অনলাইনে করা হচ্ছে। এক্ষেত্রে অনলাইন সভা, অনুষ্ঠান পরিচালনার জন্য জুম অ্যাপ বহুল ব্যবহৃত হচ্ছে। কিন্তু অফিস এর সভায় যে নাম ও ছবি ব্যবহার করা হয় সেই নাম ও ছবি ব্যক্তিগত অন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে।

ডেস্কটপ ও স্মার্টফোন দুইটি প্লাটফর্মেই জুম এর অ্যাপ রয়েছে। দুইটি প্লাটফর্মেই মিটিং লিংক এর সাহায্যে জুম অ্যাপ ব্যবহার করে যোগদান করতে হয়। কিভাবে অ্যাপ এ নাম ও ছবি পরিবর্তন করা যাবে দুইটি প্লাটফর্মের ক্ষেত্রেই দেওয়া হল।

প্রথমে দুই প্লাটফর্মের অ্যাপ আপডেট করে নিতে হবে।

ডেস্কটপ জুম অ্যাপঃ

  • জুম অ্যাপ এ প্রবেশ করে, অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নীচে “পার্টিসিপান্টস” এ ক্লিক করতে হবে। অংশগ্রহণকারীদের একটি তালিকা দেখা যাবে।
  • আপনার নামের উপর ক্লিক করে “মোর” এ ক্লিক করুন।
  • “রিনেইম” এ ক্লিক করুন এবং পপ-আপ উইন্ডোতে আপনার পছন্দসই নাম লিখুন।
  • প্রোফাইল ছবি যুক্ত করতে একইভাবে “মোর” এ ক্লিক করে “অ্যাড এ প্রোফাইল পিকচার” এ ক্লিক করুন এবং আপনার ফাইল ব্রাউজার থেকে একটি ছবি নির্বাচন করুন।

স্মার্টফোন জুম অ্যাপঃ

  • জুম অ্যাপ এ প্রবেশ করে, অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নীচে ডান কোণে “সেটিংস” এ ক্লিক করতে হবে।
  • আপনার নামের উপর ক্লিক করুন
  • আপনার নাম পরিবর্তন করতে, “ডিসপ্লে নেইম” এ ক্লিক করুন এবং পপ-আপ বাক্সে আপনার নাম পরিবর্তন করুন।
  • আপনার ছবি পরিবর্তন করতে, “প্রোফাইল ফটো” এ ক্লিক করুন এবং হয় নতুন ছবি তোলা বা আপনার গ্যালারী থেকে একটি ছবি নির্বাচন করুন।

উপরের পদ্ধতি অনুসরন করে সহজেই আপনার জুম অ্যাপ এ নাম ও ছবি পরিবর্তন করতে পারবেন।

One thought on “জুম এ নাম ছবি পরিবর্তনের উপায়

  • উপকৃত হলাম । ধন্যবাদ এমন তত্থ্য প্রচার করার জন্য ।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।