ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জিঃ ৯০ হার্জ ডিসপ্লে তে স্ন্যাপড্রাগণ ৬৯০
ওয়ানপ্লাস মিড রেঞ্জ ফোন হিসেবে উন্মোচিত হয়েছে ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি। ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৬৯০ প্রসেসর, কোয়াড ক্যামেরা ও ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি স্পেকঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৪৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল এবং রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৩.৫%। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩। এতে পাঞ্চহোল ডিসপ্লে রয়েছে।
চিপসেটঃ
ফোনটিতে ২.০ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৬৯০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে অ্যাড্রিনো ৬১৯এল জিপিইউ রয়েছে।
- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি ফোনের পেছনে কোয়াড ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ৬৪ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ (এফ/২.৩) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ৫ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ভিডিও করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ১৬ (এফ/২.১) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং অক্সিজেন ওএস ১০.৫ রয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এতে ইউএসবি টাইপ-সি এবং হেড ফোন জ্যাক রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে মিডনাইট আইস রঙে পাওয়া যাবে।
OnePlus Nord N10 5G Price in Bangladesh
- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৩৪৯ ইউরো (৩৪,৯৪৫ টাকা)