তুফান গতিতে এন্ড্রয়েডে ডাউনলোডঃ লোডারড্রয়েড
এন্ড্রয়েড এর বিভিন্ন সুযোগ-সুবিধার কল্যাণে কম বেশি সবার হাতেই এখন স্মার্টফোন থাকে। তাই নিজের ব্যাক্তিগত কাজ কিংবা অফিসের গুরূত্বপূর্ণ ফাইল বা নিতান্তই বিনোদনের জন্য কোন কন্টেন্ট জরূরী ভিত্তিতে ডাউনলোড করতে হতে পারে আপনাকে। এই ডাউনলোডের কাজটি খুব ধ্রুততার সাথে করার জন্য আজকে চমৎকার এক এন্ড্রয়েড ডাউনলোড ম্যানেজার এর রিভিউ নিয়ে হাজির টেকপ্রেমী জিসান 🙂
বিসমিল্লাহির /রহমানির রাহিম
টেকমাস্টার ব্লগে এটা আমার প্রথম পোস্ট। পূর্বে আমি টেকটিউনস এ সফ্টওয়্যার রিভিউ লিখতাম । কিন্তু তারা টিউনারদের সম্মান করতে জানেনা । কারনে-অকারনে ১থেকে দেড় ঘন্টা ধরে কষ্ট করে লেখা টিউনকে মুছে দেয়। অথচ টিউনটি কোন প্রকার নিয়ম ভঙ্গ করে নি। এমন কি টিউনার শিপ পর্যন্ত বাতিল করে ।
তাই শপথ নিয়েছি আর টিটি তে ফিরে যাবনা । লাকিএফএম ভাইয়ের সাথে টেকমাস্টারব্লগ এ আছি । প্রথম পোস্ট ভূল ত্রুটি ক্ষমা করবেন । পোস্ট টিকে ধারাবাহিক অর্থাৎ চেইন পোস্ট করতে চাই
আমার প্রথম পোস্টে থাকবে আপনার জন্য স্পেশাল কিছু, এটাই স্বাভাবিক । তাই আজ আপনাদের জন্য একটা স্পেশাল ডাউনলোড ম্যানেজার নিয়ে আসলাম । যা আপনার ফাইলকে ১২টি ভাগে ভাগ করে একসাথে বারটি ধারায় ডাউনলোড করতে থাকে । যার ফলে ফাইল টি ১২গুন দ্রুত ডাউনলোড হয় । আপনি এই ভাগ করাকে নিয়ন্ত্রনও করতে পারেন । (সর্বচ্চ ১২)
আচ্ছা নাম জানতে চাচ্ছেন তো? সফ্টওয়্যার টির নাম হচ্ছে লোডারড্রয়েড যার গুগল প্লে রেটিং ৪.৭
লোডারড্রয়েডের সুবিধাসমূহঃ
- আনলিমিটেট রিজিউম সাপোর্টেড
- ব্যাটিরি শেষ হয়ে গেলে অটোমেটিক রিজিউম হয়
- এন্ড্রয়েড ডিফল্ট ব্রাউজার সহ অন্যান্য ব্রাউজার থেকে লিংক সংগ্রহ করে
- ওয়াই-ফাই, ৩জি সহ যে কোন কানেকশন দিতে পারবেন
- সর্বচ্চ ১২পার্টে ফাইল ডাউনলোড সম্পন্ন করে
- যেকোন ফরম্যাট এর ফাইল ডাউনলোড করতে সক্ষম
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে এই ডাউনলোডার টিতে । যা আপনি ব্যাবহার করে দেখতে পারেন । সফ্টওয়্যার টির সাইজ মাত্র ২.৭৩ মেগাবাইট, তাই ডাউনলোড করে দেখতে সমস্যা নেই । যারা গুগল প্লে লিংক লিঙ্ক থেকে নামাতে চান না তাদের জন্য আমার সাইটে আপলোড করে রেখেছি যাতে আপনি ফাইলটি আপনার কাছে সংগ্রহ করে রাখতে পারেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন ।
ডাউনলোড করুন লোডারড্রয়েড
স্কৃনশটঃ
সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য । Android এর প্রিমিয়াম সফ্টওয়্যার ফ্রীতে ডাউনলোড করার জন্য এই সাইট ভিজিট করতে পারেন
অসাধারণ একটি APK file Share করলেন ভাই। তবে এই ডাউনলোডারটি অনেক পুরাতন। আপনি Android Download Manager Pro (ADM Pro) ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, মাত্র এক ক্লিকেই fullfreeapps.com/advanced-download-manager-professional-for-android/
ভাই আপনি টেকটিউন্স সম্পর্কে যেই মন্তব্য গুলি করেছেন তা ১০০% সঠিক। ওরা এখন খুবই অহংকারী হয়েগিয়েছে। যেমন দিন দিন অহংকারী হচ্ছে তেমন আল্রাহ-তায়ালা দেখিয়েও দিচ্ছে যেমন, ওদের এলেক্সা রেংক দিন দিন বিপরীত দিকে যাচ্ছে। টিউনারদের ঘন্টার পর ঘন্টা কষ্ট করে করা পোষ্টগুলি ১সেকেন্ডেই ডিলিট করে দিচ্ছে। ভেবে দেখুন একবার আপনার নেট বিল ব্যায়, সময় ব্যায়, মেধা প্রয়োগ করে 1/2 ঘন্টার পরিশ্রমের ফসল একটি টিউন ওরা মাত্র ১ সেকেন্ডেই ডিলিট করছে। যে এর ভূক্তভূগী হচ্ছে তারা ব্যতীত আর কেউই এই কষ্ট বুঝতে পারবে না। শুধু কি তাই এমন কি টিউনারের আইডিটি পর্যন্ত বাতিল করে দিচ্ছে!
# আপনাকে টেকমাষ্টারে স্বাগতম।
Right!!! 🙂