অ্যান্ড্রয়েডমোবাইল-ম্যানিয়া

সনির যে হ্যান্ডসেটগুলো ৪.৩ এবং কিটক্যাট ৪.৪ ভার্সন আপডেট পাবে

সনি তাদের  ব্লগপোস্টের মধ্যামে আনুষ্ঠিনিকভাবে ঘোষনা  করল তাদের কোন কোন স্মাটফোনগুলো এন্ড্রয়েড নতুন আপডেট কিটক্যাট পাবে।এরসাথে আরও প্রকাশ করল কোন স্মাটফোনগুলো এন্ড্রয়েড ৪.৩ আপডেট পাবে।

গুগল সম্প্রতি আনুষ্ঠানিকবভাবে এন্ড্রয়েডের নতুন সংস্করণ এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট প্রকাশ করেছে।এরপর শুরু হলো  হ্যান্ডসেটগুলোর নতুন সংস্করণ আপডেটের পালা ।সবাই অপেক্ষা করছে কার স্মাটফোনটি পাবে নতুন এই ভার্শনের   আপডেট।
android-4.4

সনির যে হ্যান্ডসেটগুলো ৪.৩ এবং কিটক্যাট ৪.৪ ভার্সন আপডেট পাবে 2

প্রতিশ্রুত অনুযায়ী, নভেম্বের মাসের মধ্যে  এন্ড্রয়েড ৪.৩ ভার্শনে আপডেট পাবে এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া জেড এল, এক্সপেরিয়া জেড আল্ট্রা, এক্সপেরিয়া জেড ওয়ান, এক্সপেরিয়া ট্যাবলেট জেড।
আরও কয়েকটি স্মাটফোনে এন্ড্রয়েড  ৪.৩ আপডেট দেয়া হবে।তবে সেগুলো কবে দেয়া হবে  তা নিদিষ্ট করে  দিন তারিখ জানানো হয় নি।স্মাটফোন গুলো হল এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া টি এক্স, এক্সপেরিয়া ভি।

সনি আরও প্রকাশ করলো,  এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া জেড এল, এক্সপেরিয়া জেড ওয়ান, এক্সপেরিয়া জেড আল্ট্রা, এক্সপেরিয়া জেড ওয়ান, এক্সপেরিয়া ট্যাবলেট জেড  স্মাটফোনগুলো এন্ড্রয়েড কিটক্যাট ৪.৪  আপডেট পাবে।
এন্ড্রয়েড কিকক্যাট ৪.৪ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন স্মার্টফোনে ৫১২ মেগাবাইট র‍্যাম থাকলেও  অনায়াসেই চলে।সনি তাদের কম কনফিগারেশন স্মাটফোনগুলোতে কিটক্যাট ৪.৪ আপডেট দিবে কিনা এই ব্যাপারে এখনো কোন তথ্য প্রকাশ করেনি।

আপনার সনি স্মার্টফোনটিক আপডেট পেয়েছে?তা মন্তব্য করে জানান।

One thought on “সনির যে হ্যান্ডসেটগুলো ৪.৩ এবং কিটক্যাট ৪.৪ ভার্সন আপডেট পাবে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।